Daily

লাগামছাড়া সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে দৈনিক আক্রান্তের বহর। ইতিমধ্যে অন্যান্য রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। এবার রাশ ধরতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ। আগামী দু’সপ্তাহের জন্য কড়াকড়ি করল রাজ্য সরকার।
আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত প্রায় লকডাউনের পথেই হাঁটল বাংলা। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন,
সরকারি, বেসরকারি অফিস সহ সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান।
শপিং মল, জিম, সুইমিং পুলেও জারি বন্ধের নিষেধাজ্ঞা।
ট্যাক্সি, অটো, বাস সহ জরুরি পরিষেবা ছাড়া সবই থাকবে বন্ধ।
মুদি দোকান, বাজার হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।
ট্রেন, মেট্রো যাবে একেবারে থমকে।
ব্যাঙ্ক এবং এটিএম খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত
সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়।
ব্যুরো রিপোর্ট