Market

অতিমারির কারণে ঘুণ ধরেছে অর্থনীতিতে। মানুষের রোজগারে পড়েছে টান। বেড়েছে আর্থিক অনিশ্চয়তা। গোটা দেশজুড়ে তৈরি হয়েছে এক চরম অর্থনৈতিক সংকট। কিন্তু এরই মধ্যে দিশা দেখাল বাংলা। মাথাপিছু আয়ের নিরিখে দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই খবর প্রকাশিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবারো খানিকটা অস্বস্তিতে ফেলে দিল গেরুয়া শিবিরকে।
সূত্রের খবর, ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয় যেখানে বেড়ে দাঁড়িয়েছে ৭.১৬% সেখানে গোটা দেশে আয়ের মান কমে হয়েছে ৩.৯৯%। এমনকি জিডিপি বৃদ্ধির নিরিখেও বাংলা অনেকটাই এগিয়ে রয়েছে গুজরাত, কর্ণাটক, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলির থেকে। পশ্চিমবঙ্গের এই নজিরবিহীন সাফল্যকে তুলে ধরে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মোদী সরকারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। জানা গিয়েছে, যে সকল রাজ্যগুলির সঙ্গে ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতি জড়িয়ে রয়েছে, সেই সকল রাজ্যগুলির মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে বাংলা এবং তামিলনাড়ু।
চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে থেকে বিজেপি বাংলাকে আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য তুলে ধরেছিল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা গুজরাতের প্রসঙ্গ। কিন্তু সেই রূপরেখার সঙ্গে একেবারেই মেলেনি বাংলার অর্থনৈতিক রূপরেখা। যার প্রতিফলন ঘটল রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্যে। বাংলার এই সাফল্যে যেমন একদিক থেকে বৃদ্ধি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গ্রহণযোগ্যতা তেমনই বিজেপি শিবিরের অস্বস্তিও অনেকটাই বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্ট।
ব্যুরো রিপোর্ট