Daily

আয়কর আদায় বৃদ্ধির হারে এগিয়ে বাংলা। অর্থনীতির মন্দা বাজারে বিশেষজ্ঞরা যখন চিন্তিত অর্থনীতির বাজারকে চাঙ্গা করতে, ঠিক তখনই আশার আলো দেখাল আয়কর বিভাগ।
পরপর দুবার করোনার ঢেউয়ের চাপে রীতিমতো জেরবার হয়ে গিয়েছে আর্থিক পরিস্থিতি। দ্বিতীয়বার লকডাউন জারি না করা হলেও বিভিন্ন পরিষেবা ও জিনিসপত্রে নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। ফলে জুন মাসে আনলক পর্ব শুরু হলেও দেশের আর্থিক অবস্থা ছন্দে ফেরেনি। আর্থিক অবস্থা তলানিতে যাওয়ায় রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে প্রত্যেকটি রাজ্যে। প্রায় প্রত্যেকটি রাজ্যেই আয়কর আদায় কমেছে কল্পনাতীতভাবে।
তবে দেশের এই কঠিন পরিস্থিতিতেও আয়কর বৃদ্ধিতে সর্বোচ্চ বাংলা। বাংলায় আয়কর বৃদ্ধির হার ১৯২.৫%। মুম্বইতে আয়কর বৃদ্ধির হার ১০৮.৩%। দিল্লিতে ৯৮.২%, চেন্নাইয়ে ৯৫.৬, কানপুরে ১০৫, ব্যাঙ্গালুরুতে ৫২.৩, পাটনায় ৮৫.৪, ভুবনেশ্বরে ১০৯.৮ জয়পুরে ১০২, আমেদাবাদে ১২৫.২%।
গতবছর এপ্রিল জুলাই পর্বে রাজ্যে আয়কর আদায় হয়েছিল ৩,৫৪৬ কোটি টাকা। এবার একই সময়ে তা হয়েছে ১০,৪২৬ কোটি টাকা। ব্যবসা বাণিজ্যের পরিমান ভালো হওয়ার জন্যই সম্ভব হয়েছে এটি। বিভিন্ন রাজ্যের আয়কর বৃদ্ধির পরিসংখ্যান দেখে এটা পরিষ্কার হল যে সর্বভারতীয় স্তরে অন্যান্য রাজ্যের থেকে আয়কর আদায়ে এগিয়ে বাংলা।
ব্যুরো রিপোর্ট