Market

বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সপ্তদশ বিধানসভার এটাই প্রথম বাজেট। বাজেটে উল্লেখ করা হল মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্কিমের কথাও। রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করবে সরকার।
এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১০০০ টাকা করে পাবেন। যারা তপশিলি নন সেই মহিলারা পাবেন ৫০০ টাকা। বাজেটে জানানো হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য হল, গৃহস্থ মহিলাদের নূন্যতম আর্থিক সহায়তা প্রদান করা। বাজেটে বলা হয়েছে, এই স্কিমের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
বাজেট বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি রাজ্যবাসীর সার্বিক উন্নতি সাধনের মাধ্যমেই এরাজ্যের সামাজিক ও পরিষেবামূলক উন্নতি এবং পরিকাঠামোগত মানোন্নয়ন করে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব’।
পাশাপাশি এবারের বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রেখেছে তৃণমূল সরকার। দেশজুড়ে আর্থিক মন্দার প্রভাব সত্ত্বেও বাংলায় ‘সাফল্যের সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছে’ বলে রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে।
এ বারও অসুস্থতার জন্য অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করতে পারলেন না। গত বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করলেও এ বার পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পেশ করলেন বাজেট। তৃতীয়বার ক্ষমতায় আসার পর সপ্তদশ বিধানসভার এটাই প্রথম বাজেট।
ব্যুরো রিপোর্ট