Daily

প্রবাদ আছে, বিড়াল বলে মাছ খাব না। প্রবাদটি যে উদ্দ্যেশ্যেই চলতি হোক না কেন, বিড়ালের যেমন মাছ ছাড়া চলে না তেমনই সুরাপ্রেমীদের জন্য একটি পেগও অত্যন্ত মহার্ঘ্য।
লকডাউনের কারণে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকলেও মদের দোকান বন্ধই রাখা হয়েছে। তাই লকডাউনের আগেরদিন করোনা বিধি ভুলে যে সকল সুরাপ্রেমীরা লম্বা লাইনে দাঁড়িয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে, এবার তাঁদের জন্য সুখবর। এক অভিনব উদ্যোগ নিল রাজ্য আবগারি দপ্তর। যার মাধ্যমে আপনার দরজায় পৌঁছে যাবে আপনার পছন্দসই সুরার বোতল। তার জন্য সকাল ১০ টা থেকে রাত ৮টার মধ্যে অর্ডার দিতে হবে অনলাইনে।
গ্রাহককে প্রথমে নিজের নাম, ঠিকানা এবং বয়স নথিভুক্ত করতে হবে রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইটে। বাড়ির পিন কোড অনুযায়ী পাওয়া যাবে দোকানের ঠিকানা। সামান্য কিছু অতিরিক্ত অর্থ দিলেই আপনার দরজায় হাজির হবে আপনার পছন্দের সুরা।
উল্লেখ্য, দোকান বন্ধ হয়ে যাবার পর থেকেই রাজ্য জুড়ে ব্যপকহারে চালু হয় মদের কালোবাজারি। এবার সেটা আটকাতেই রাজ্য সরকারের এমন অভিনব পদক্ষেপ।
ব্যুরো রিপোর্ট