Daily
বিনামূল্যে রেশন নিয়ে রাজ্যের তোপের মুখে পড়ল কেন্দ্রের মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, বন্ধ করা হবে বিনামূল্যের রেশন। এই নিয়েই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তোপ দাগলেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। একইসঙ্গে জানিয়ে দিলেন, কেন্দ্র রেশন বন্ধ করলেও রাজ্য যথারীতি বিনামূল্যেই রেশন দিয়ে যাবে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, বন্ধ করা হবে বিনামূল্যের রেশন দেশ জুড়ে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর থেকে দেশবাসীকে খাদ্যের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
দেশে দৈনিক করোনার সংক্রমণ একটু কমলেও অর্থনীতি এখনো পুরোপুরি বেরিয়ে আসেনি করোনার জাঁতাকল থেকে। সেখানে হঠাৎ করে বিনামূল্যে রেশন বন্ধের সিদ্ধান্ত গরীব মানুষকে যে বিপাকে ফেলে দেবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই।
কেন্দ্রের সিদ্ধান্ত নজরে আসতেই বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বলেন, রাজনৈতিক কারণেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় সরকার যখন বিনামূল্যে রেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সেখানে রাজ্য সরকার খাদ্যসাথী প্রকল্পের আওতায় আগের থেকে বরাদ্দ বাড়িয়ে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিতে প্রস্তুত হয়েছে।
গত বিধানসভা ভোটের কয়েকমাস আগে থেকেই কেন্দ্রের শাসকদল বিজেপির পক্ষ থেকে পাখির চোখ করা হয়েছিল পশ্চিমবঙ্গকে। ঘোষণা করা হয় বিনামূল্যে দেশ জুড়ে কেন্দ্রীয় রেশনের ফলাও প্রচার। কিন্তু নির্বাচনের ফল বেরোতেই রাজ্য জয়ের স্বপ্ন পদ্মশিবিরের অধরাই থেকে যায়। বিনামূল্যে দেশবাসীকে রেশন দিতে যে বিপুল কেন্দ্রীয় বরাদ্দ খরচ হচ্ছিল সেই বরাদ্দ বন্ধ করার মধ্যে রাজনীতিরই আঁচ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগনা