Daily

মোদি মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলার ৪ সাংসদ। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মতুয়াদের ঠাকুর বাড়ির ছেলে শান্তনু ঠাকুরকে দেওয়া হল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। বাঁকুড়ার সাংসদ ডা: সুভাষ সরকারকে দেওয়া হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ডেপুটি হিসাবে কাজ করবেন কোচবিহারের দাপুটে সাংসদ নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত, বাংলা থেকে যে ৪ সাংসদকে প্রতিমন্ত্রী করা হল প্রত্যেকেই বিধানসভা নির্বাচনে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে অধিকাংশতেই বিজেপিকে জিতিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ফলস্বরূপ বাংলার এই ৪ সাংসদকে পুরষ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিত্ব পেয়ে বেশ খুশি বাংলার ৪ সাংসদই। বাংলার জনগণের জন্য উন্নয়নের কাজ করতে মরিয়া নয়া মন্ত্রীরা। তবে এতদিন বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় ছিলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। ২ জনকেই এবার সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে। যদিও মোদি মন্ত্রিসভা নিয়ে তৃণমূল নেতাদের গলায় শোনা গেল কটাক্ষের সুর। তৃণমূল নেতৃত্বের মতে, এবারেও সেই হাফপ্যান্ট মন্ত্রীই করা হল। ফুলপ্যান্ট আর জুটছে না বাংলার বিজেপি সাংসদদের জন্য। রাজনৈতিক মহলের মতে, সাংসদদের তৃণমূলে যাওয়া আটকাতেই একসঙ্গে বাংলা থেকে ৪ সাংসদকে মন্ত্রী করল বিজেপি। আর এই ৪ সাংসদের মন্ত্রিত্ব পাওয়া নিয়েও বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব আরও বাড়বে।
ব্যুরো রিপোর্ট