Market
অথৈ জলে অর্থনীতি। একদিকে বাড়ছে শেয়ারের সূচক, অন্যদিকে চাকরি খুইয়ে হতাশায় ডুবছেন বহু দেশবাসী। এই অবস্থায় বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার টুইট করে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
সিএমআইই-র তথ্য তুলে ধরে তিনি জানিয়েছেন মে মাসে দেশে বেকারত্ব বেড়েছে লাফিয়ে। জীবিকা হারিয়েছেন ৫.৬ কোটি মানুষ। পাশাপাশি তিনি বলেছেন, শেয়ার বাজারে এদিকে বড় বড় শিল্প সংস্থাগুলোর মুনাফা বেড়েছে লাফিয়ে। যা দেশের মোট জিডিপির ২.৬ শতাংশ। দেশবাসীকে জবাব দেবার জন্য কেন্দ্রের কাছে এই প্রশ্নই তিনি ছুঁড়ে দিয়েছেন।
অতিমারি পরিস্থিতি বেকারত্ব বাড়ায় ২৭.১ শতাংশে। জুন থেকে লকডাউন শিথিল হবার পর সেই হার কমতেও শুরু করে। কিন্তু আবারও সেকেন্ড ওয়েভে বেকারত্ব লাফিয়ে দাঁড়ায় ১৪.৫ শতাংশে। এখন এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার কী জবাব দেবেন তার দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।
ব্যুরো রিপোর্ট