Daily

প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের প্রাক্কালে। সরকার যেমন গঠন হয়নি তেমনই কথার খেলাপও হয়নি। বাংলার কৃষকেরা টাকা পেতে চলেছেন শুক্রবার থেকেই। দেওয়া হচ্ছে কৃষক সম্মান নিধির টাকা।
আজ শুক্রবার কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, কৃষক সম্মান নিধির আবেদন জানিয়েছিলেন বাংলার প্রায় ৪০ লক্ষ কৃষক। তবে এই টাকা দেওয়া হবে তিনটি কিস্তিতে। সবার প্রথমে ৭ লক্ষ কৃষক পাবেন এই টাকা। সকাল ১১টা থেকে শুরু হবে এই টাকা দেওয়ার প্রক্রিয়া।
যদিও তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় দলের হয়ে বলেন, কৃষকদের টাকা দিতে টালবাহানা করছিল কেন্দ্র। শেষ পর্যন্ত তৃণমূল সরকারই তালিকা তৈরি করে দেয়। সেই কারণে টাকা পাচ্ছেন কৃষকেরা।
ব্যুরো রিপোর্ট