Market
অক্ষয় তৃতীয়া বাংলার মানুষদের জন্য শুভ তো বটেই, তবে এই বছরে দিনটি বাংলার কৃষকদের জন্য আরও বেশি শুভ হতে চলেছে বলাই যায়। কারণ নরেন্দ্র মোদীর সরকার কৃষক সম্মান নিধির টাকা দিচ্ছে বাংলার কৃষকদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী কিসান সম্মান প্রকল্পটি ২০১৯ সালে চালু করেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের উদ্দ্যেশ্য ছিল দেশের সকল কৃষককে আর্থিক সহায়তা করাই ছিল নরেন্দ্র মোদীর প্রধান লক্ষ্য। মূলত তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের দেওয়া হয়। প্রথম কিস্তি- এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি- অগাস্ট থেকে নভেম্বরের অধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় আসার ফলে উপকৃত হবেন দেশের ৯.৫ কোটি কৃষক। প্রধানমন্ত্রী কিসান যোজনার শেষ এবং সপ্তম কিস্তি দেওয়া হয়েছিল গত ২৫ ডিসেম্বর। তারপর নির্বাচনী গেরোয় পড়ে আটকে গেছিল এই প্রকল্প। অবশেষে আজ বাংলার কৃষকদের মুখে ফুটল হাসি। আজ বাংলার ৭ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। যদিও এখানেও বিতর্ক লাগিয়ে রেখেছে শাসক শিবির। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রই টালবাহানা করে আটকে রেখেছিল এই টাকা। তৃণমূলের পক্ষ থেকে তাগাদা না দেওয়া হলে হয়ত আরও দেরি হতে পারত। যত যাই হোক, এই আর্থিক দোলাচলের মধ্যেও টাকা পাবার খবরে হাসি চওড়া হয়েছে বাংলার কৃষকদের।
ব্যুরো রিপোর্ট