Market
গুগলকে টেক্কা দিতে এবার আসরে নামলেন এক বঙ্গতনয়। দেশীয় পদ্ধতিতে তৈরি করলেন এমনই একটা ক্লাউড স্টোরেজ। যা হ্যাকারদের পক্ষে নাগাল পাওয়া অনেকটাই কঠিন।
উত্তর ২৪ পরগনার বারাকপুর তালপুকুর ব্যানার্জী পাড়ার বাসিন্দা নীলাদ্রি চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিংয়ের এই ছাত্র আজ গুগলের থেকে বেশি সিকিউরিটি সম্পন্ন ওয়েবসাইট তৈরি করেছেন যার নাম দিয়েছেন ওপিং ড্রাইভ ডট কম। তবে কী এই ওপিং ড্রাইভ?
দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে ওপিং ড্রাইভ ডট কম। নেই থার্ড পার্টির ঝামেলা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ওয়েবসাইট ব্যবহার করলে গ্রাহকরা পাবেন ২০ জিবি ফ্রি ডেটা। আর এই ডেটা যেকোন জায়গা থেকেই গ্রাহকরা অ্যাক্সেস করতে পারবেন বলে জানালেন নীলাদ্রি চক্রবর্তী।
তাঁর এই কর্মকাণ্ডের সাক্ষী থেকেছেন বারাকপুর পুরসভার পুরপ্রশাসক উত্তম দাস। তাঁর হাত ধরেই শুভ সূচনা হয়েছে এই ওপিং ড্রাইভের। এখন ভবিষ্যতে কিভাবে আরও ছড়িয়ে দেওয়া যায়, সেই নিয়েই বিজনেস প্রাইম নিউজের সঙ্গে কথা বললেন নীলাদ্রি চক্রবর্তী।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ওয়েবসাইট দেশের মানুষের মন কাড়বে বলেই মনে করছেন কম্পিউটার বিশেষজ্ঞরা। এখন বাজারে কবে ওপিং ড্রাইভ আত্মপ্রকাশ করে সেদিকেই তাকিয়ে বারাকপুরবাসী।
সৌদীপ ভট্টাচার্য, বারাকপুর