Daily

আরও একবার NAAC-এর তালিকায় সেরার সেরা বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ঝুলিতে ভরলো NAAC মূল্যায়নের সর্বোচ্চ গ্রেড। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরকে A++ গ্রেডে অন্তর্ভুক্ত করলো NAAC।
সম্মানের মুকুটে জুড়লো নয়া পালক। NAAC-এর মূল্যায়নে ভারতের কলেজগুলোর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। গত সেপ্টেম্বরে হয়ে যাওয়া এই মূল্যায়নে ৪-এর মধ্যে ৩.৫৮ নম্বর পেয়েছে তারা। স্বাভাবিকভাবেই উচ্ছসিত, ছাত্র-শিক্ষক এবং অধ্যক্ষ মহারাজ।
পাঠ্যক্রমের দিক থেকে নম্বর পেয়েছে ৩.৪, শিক্ষার মূল্যায়নের দিক থেকে পেয়েছে ৩.৫৩,গবেষণা-উদ্ভাবন ও সম্প্রসারণে ৩.৬৮, পরিকাঠামো এবং শিক্ষার মানে পেয়েছে ৩.৭২।
বিদ্যামন্দিরের বর্তমান অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দজী মহারাজ বলেন, বছরের পর বছর ধরে করা প্রচেষ্টার ফলই হলো আজকের এই ফল। বিদ্যামন্দিরের প্রাক্তন অধ্যক্ষ তথা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানানন্দজী মহারাজকেও এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান তিনি।
ব্যুরো রিপোর্ট