Daily

জামিন যোগ্য ধারায় মামলা হলেও মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ করে দিলো
ডমিনিকার হাই কোর্ট। গত ১১ জুন হাই কোর্টের বিচারপতি ওয়ানেট অডরিন রবার্টস এই আবেদন খারিজ করে দেন। তিনি বলেন জামিন পাওয়ার পর চোকসি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে।
সম্প্রতি পলাতক হীরক ব্যবসায়ী মেহুল চোকসিকে নিষিদ্ধ প্রবাসী ঘোষণা করে ডমিনিকা। এই কারণে চোকসিকে, ডোমিনিকার কমনওয়েলথে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে অর্ডারে বলা হয়। তাকে প্রত্যার্পণের জন্য পুলিশকে যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শুক্রবার চোকসির আইনজীবী বলেন, নাগরিক হিসেবে চোকসির জামিন পাওয়ার অধিকার আছে। চোকসি অসুস্থ। তাই দেশ ছেড়ে পালানোর কোনও প্রশ্নই নেই। তাকে EC$ 5,000 জরিমানা করে জামিনে মুক্তি দেওয়ার আবেদন করেন তিনি।
সূত্রের খবর, ডমিনিকান কর্তৃপক্ষ আদালতে যে তথ্য জমা দিয়েছিল তার উপর ভিত্তি করেই সরকারি আইনজীবী মেহুল চোকসির আবেদন নাকচ করে। সেই সঙ্গে তাকে ভারতে প্রত্যার্পণের অনুরোধ জানানো হয়। ঘোষণার পর ভারতের তরফে চোকসির বিরুদ্ধে মামলা আরও শক্তিশালী হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট