Daily

কোটি টাকার ওষুধ নষ্টের আশঙ্কা করছে বেলেঘাটা আইডি হাসপাতাল। মেয়াদ পেরনোর আগেই যাতে এই ওষুধগুলি অন্য কোথাও ব্যবহার করা যায় সেই মর্মেই স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। ওষুধ থেকে ইঞ্জেকশনের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ জানিয়েছে এই হাসপাতাল। কিন্তু এত ওষুধ নষ্ট হবে কেন?
সূত্রের খবর, বিভিন্ন সময়ে একাধিক সংস্থা বা কোন ব্যক্তি সরকারকে ওষুধ দিয়ে সহায়তা করে। যেগুলো স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রেও তেমনই করা হয়েছিল। তবু ব্যবহার হল না ওষুধগুলি। এর কারণ হিসেবে উঠে আসছে দুটি। এক, এই ওষুধ ব্যবহার করার মত রোগীর অভাব দেখা গেছে। দুই, যে সকল রোগীরা হাসপাতালে এসেছেন, তাঁদের ওপর এই ওষুধ প্রয়োগের প্রয়োজন পড়েনি। ফলে, অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার ওষুধ।
আর কোন উপায় নেই দেখে যাতে ওষুধগুলির সদ্ব্যবহার করা যায় সেই কারণে উঠেপড়ে লাগল বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই ওষুধগুলি অন্য কোন হাসপাতালে পৌঁছে দেওয়া যেতে পারে যেখানে ওষুধ ব্যবহারের প্রয়োজন আছে। ফলে মেয়াদ উত্তীর্ণ হবার আগেই তা ব্যবহার করতে পারবে অন্যান্য সরকারি হাসপাতাল।
ব্যুরো রিপোর্ট