Daily
একা রামে রক্ষা নেই সুগ্রীব তার দোসর। ইয়াসের ক্ষতির দাগ মুছতে না মুছতেই ইছামতি ও ডাসা নদীর জলের তোড়ে আজ ভোরে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হল বসিরহাট পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকের পাটলি খানপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম।
ইছামতি ও ডাসা নদীর জলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখন ঘর ছাড়া। সবাই যে যার মতো করে নিরাপদ জায়গায় চলে গিয়েছেন।
ইয়াসের মোকাবেলায় ইতিমধ্যেই বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি সহ মোট ছটি ব্লকের ২ লক্ষেরও বেশি মানুষকে রাখা হয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে। এরইমধ্যে আজ সকালে নতুন করে বানভাসি হওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
লক্ষ লক্ষ হেক্টর চাষের জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে মারাত্মক। এর উপর যদি নদী বাঁধ ভাঙার মতো নিত্যনতুন ঘটনা ঘটে তবে এলাকার মানুষদের দুর্দশার সীমা থাকবে না।
হিঙ্গলগঞ্জ সন্দেশখালি বসিরহাট সহ বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ ভেঙে লক্ষ লক্ষ হেক্টর কৃষি জমি রয়েছে আজ নোনা জলের নিচে। আর কিছু সময় পরই মুখ্যমন্ত্রী এখানে পরিদর্শনে আসবেন। বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রশাসন সূত্রে খবর। সেই পদক্ষেপ কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার।
বসিরহাট থেকে দেবস্মিতা মন্ডলের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।