Market
বড়দিনের আগে মিলছে সুখবর। ভারতে বৃদ্ধি পেতে চলেছে কর্মসংস্থানের গতি। এর ফলে, নতুন বছরের আগে ভারতীয় যুবকরা নয়া দিশা দেখতে চলেছে। রেকর্ড হারে বাড়ছে কর্মী নিয়োগ। পরিসংখ্যান বলছে, গত ২০১৪ সালের তুলনায় আগামী জানুয়ারী-মার্চ মাসে কর্মনিয়োগের সুযোগ উচ্চতার চরম শিখরে পৌঁছেছে। মূলতঃ IT, টেকনোলজি, টেলিকম এবং মিডিয়া সেক্টরে বেড়েছে কর্মনিয়োগ। এমনকি, রেস্টুরেন্ট ও হোটেলেও বেড়েছে কর্মের সুযোগ। বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়োগের হার বেড়ে দাঁড়িয়েছে ৫১ শতাংশ। এর পাশাপাশি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলিতে তুলনামূলক এই নিয়োগের হার দাঁড়াল ২৫ শতাংশ।
আগামী বছরের দিকে তাকিয়ে রয়েছে গোটা অর্থনৈতিক পরিকাঠামো। তথ্য অনুসারে, নিয়োগের গতিপ্রকৃতি উর্ধ্বমুখী হতে চলেছে। চলতি বছর অক্টোবর-ডিসেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়ায় বদল এসেছে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গতিপ্রকৃতি ৫ শতাংশ বেড়েছে। করোনাকালে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল অর্থনীতি। কর্ম হারিয়েছিলেন অনেকেই। ক্রমশই এই পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে।
তবে ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ইন্সিওরেন্স ও রিয়্যাল এসেস্ট ক্ষেত্রে কর্মী নিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশ। ফলে, পরিসংখ্যান দেখে মূলতঃ আন্দাজ করাই যায় স্যান্টা এবার আর কাউকে খালি হাতে ফেরাতে চায় না। নতুন বছরের কথা মাথায় রেখে আসছে একাধিক কর্মসংস্থানের সুযোগ।
ব্যুরো রিপোর্ট