Daily

করোনার কামড়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। চাকরি খুইয়ে ভিন রাজ্য থেকে বাড়ি চলে এসেছেন অনেকেই। কিন্তু দেখতে পান নি কর্মসংস্থানের কোনরকম আশা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁরা কি করবেন, এই ভাবনাই যখন প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এমন সময় এলাকার বেকার যুবকদের কাজে ফিরিয়ে আনতে উদ্যোগী হল কৃষি দফতর।
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত কুমারগ্রাম ব্লকের গোচিমারি এলাকাতেও বেকারত্বের ছবিটা স্পষ্ট ছিল। আর তাই বেকারত্ব ঘোচাতে এই ব্লকের বেকার যুবকদের পাশে এসে দাঁড়াল কৃষি দফতর। কুমারগ্রাম ব্লকের সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার এলাকার বেকার যুবকদের স্ব-নির্ভর করতে মৌমাছি পালনের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। মৌমাছি পালন বিকল্প পথে বেকার যুবকদের আয়ের সন্ধান আগেও দিয়েছে। এবারেও যে সেই ট্র্যাডিশন থেকে তাঁরা বঞ্চিত হবেন না, সে-কথা বলাই যায়।
তবে শুধু প্রশিক্ষণ নয়। একইসঙ্গে তাঁদের হাতে রাজ্য সরকারের আতমা প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে মৌমাছি পালনের বাক্স, ধোঁয়া মেশিন, বিশেষ পোশাক এবং জৈব কীটনাশক তেল। তাঁরা আশাবাদী, আতমা প্রকল্পের কাছ থেকে পূর্ণ সহায়তা পেয়ে মৌমাছি প্রতিপালনের মাধ্যমে তাঁরা আয়ের মুখ দেখতে পারবেন।
রাজ্য সরকারের আতমা প্রকল্প বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে দিয়ে চলেছে আয়ের সুলুক সন্ধান। তার জন্য ভিন্ন ভিন্ন বিকল্প পথ তাঁরা নিয়ে আসছেন। তার মধ্যে অন্যতম লাভজনক হল এই মৌমাছি পালন। কারণ আমরা জানি, মৌমাছি পালন করলে এলাকার কৃষিক্ষেত্রেও তার ভালোরকম প্রভাব পড়ে। সবদিক থেকে ভালোরকম আয়ের মুখ দেখতে পান মৌমাছি পালকরা। তাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের থেকে এই ধরণের সাহায্য পেয়ে খুশি এলাকাবাসী।