Daily

পুজো মরশুমে প্রিয়জনকে বিট কয়েন গিফট, হবে নাকি? শপিং মলের ভিড় এড়িয়ে নির্দ্বিধায় বিট কয়েন গিফট করুন আপনার প্রিয়জনকে। ভেঙ্গে ফেলুন না প্রতিবারের জামাকাপড় দেয়ার স্টিরিওটাইপ ভাবনা চিন্তা। ডিজিটাল ইন্ডিয়াতে শুরু হোক ডিজিটাল উপহারের ট্রেন্ড, বিট কয়েনের সাথে।
পুজোর মরশুমে এমনই সব লোভনীয় অফার নিয়ে আসছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলি। গণেশ চতুর্থী উপলক্ষে সোনা কেনার বদলে সেই টাকা ‘ডিজিটাল সোনা’ বিটকয়েনে বিনিয়োগ করার জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়েছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলি। সারাও পাচ্ছে বেশ ভালোই। ইউনিকোডের থেকে গণেশ চতুর্থী উপলক্ষে বিটকয়েন উপহার দেওয়ার জন্য বিশেষ অফার দেওয়া হয়েছে। এই সংস্থার একটি নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে মাত্র ২০০ টাকাতেই বিটকয়েন উপহার দিতে পারবেন। বেশ কিছু ই-কমার্স সংস্থার সঙ্গে এই নিয়ে গাঁটছড়া বেঁধেছে ইউনিকোড। বিটকয়েনের এই গিফট ভাউচারটি ব্যবহার করে ওই সমস্ত ই-কমার্স সংস্থা থেকে কেনাকাটি করা যাবে।
ধীরে ধীরে ভারতে ক্রিপ্টো কারেন্সির বাজার বাড়ছে। বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা। দেখছেন লাভের মুখ। চলতি বছরের শেষের দিকে বিট কয়েনের মার্কেট উঠতে পারে ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত, বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিট কয়েনের এই নেশায় মেতেছেন বিশ্ববাসী। আর তাই এই সার্ভারকে শক্তিশালি করার পরিকল্পনাও চলছে।
ব্যুরো রিপোর্ট