Daily
আলিপুর আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা। উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা।
২২ তারিখের পর ৭২ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।
২৬ তারিখ সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড় এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে।
পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের ২৪ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৩ তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৫ তারিখ সন্ধ্যের পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হাল্কা এবং মাঝারি বৃষ্টিপাত হবে। দু’এক জায়গায় ভারি বৃষ্টিও হতে পারে। পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যেও ভারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি হবে আগামী পাঁচদিনই।
ব্যুরো রিপোর্ট