Story

প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয় কৃষকদের। লাভ-ক্ষতির খেলা নিয়েই কৃষকদের এই লড়াই। তবে জাওয়াদের জেরে যে অকালবর্ষণ হল গোটা বাংলায় তার জেরে কিন্তু ক্ষতির বোঝাই বাড়ল দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কৃষকদের মাথায়। ধান থেকে শুরু করে আলু, সব্জি এমনকি তৈলবীজ, ডাল শস্যের মত কৃষিজ ফসলের বিস্তর ক্ষতি হল।
অধিকাংশ জমিতে এখনো জমে আছে জল। আর যে সমস্ত ফসল এখনো বেঁচে আছে সেগুলো আদৌ রক্ষা করা সম্ভব কিনা সেই নিয়েও কৃষকদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন কৃষকরা স্প্রে মেশিন আর ওষুধ নিয়ে বেঁচে থাকা ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই সময়ে দাঁড়িয়ে কৃষকদের কী করা উচিৎ আর কী নয় সেই বিষয়ে বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায় সরাসরি কৃষকদের পরামর্শ দিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যা মেনে চললে আখেরে লাভ হবে কৃষকদেরই।
জাওয়াদের জেরে এই বর্ষণ। তার জেরেই ব্যপক ক্ষতির মুখে আলু চাষিরা। ক্ষতির বোঝা বাড়ছে তাঁদের ঘাড়েও। আর ঠিক এমন সময় আলু চাষিদের করণীয় কী? সেই বিষয়ে বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক অমিতাভ বসু।
বৃষ্টির আগে যদি আলু বোনা না হয়। তাহলে কিন্তু মাটির আর্দ্রতা যতক্ষণ না কমছে, ততক্ষন আলু বোনা যাবে না। তবে সেক্ষেত্রেও করতে হবে বীজ শোধন। কিন্তু এই শোধন কি কি কেমিক্যালস দিয়ে করতে হবে শুনে নেব তাঁর মুখ থেকেই।
তবে ধান, আলুর পাশাপাশি সব্জি চাষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে বাঁচার উপায়ও জানালেন এই বিজ্ঞানী। ধানের জমিতে যেমন আলু চাষ করা ঠিক নয়, তেমনি সব্জি চাষিদের জন্যও রইল পরামর্শ। কী, শুনে নেওয়া যাক।
এবার আসা যাক ধানচাষিদের কথায়। তাঁরাও কিন্তু বিস্তর ক্ষতির মুখোমুখি দাঁড়িয়েছেন। তাই ধানচাষিরা কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেই পরামর্শই দিলেন কৃষি বিজ্ঞান বিভাগের অধ্যাপক সুনীল কুমার গুঁড়ি।
অকালবর্ষণের মত প্রাকৃতিক দুর্যোগ যেন ক্ষতির বহর অনেকটাই বাড়িয়ে দিল দক্ষিণবঙ্গের চাষিদের মাথায়। যেটুকু লাভের আশা করেছিলেন তাঁরা, আজ জল জমে যাওয়ায় একের পর এক কৃষিজ ফসল ক্ষতির বোঝাই শুধু বাড়িয়ে তুলল। এই সময় চাষিদের অবস্থা এখন শ্যাম রাখি না কূল রাখি। তবে শিয়রে বিপদ থাকলেও পাশে রয়েছেন কৃষি বিজ্ঞানীরা। যারা চাষিবন্ধুদের পাশে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছেন যাবতীয় পরামর্শ। আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানীরা তো একেবারে তাঁদের পরামর্শ সরাসরি পৌঁছে দিলেন বিজনেস প্রাইম নিউজের ক্যামেরার মাধ্যমেই। যা দিনের শেষে কৃষকদের মুখেই ফিরিয়ে আনবে হাসি।
সুব্রত সরকার
নদীয়া