Wish
কৃষি এমন একটা ব্যবস্থা যা রাজ্য তথা দেশের অর্থনীতিকেই ধরে রাখে। এখন এই পরিস্থিতিতে বিজনেস প্রাইম নিউজ নামে যে মিডিয়াটা এসেছে তারা যদি কৃষি সম্বন্ধে বলতে চায় সেটা খুবই ভালো কথা। বিশেষত করোনা পরিস্থিতিতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চায় এমনকি এখানকার শিক্ষকরা ছাত্ররা সকলেই চায় কৃষি প্রসারণ বিষয়ক অগ্রগতিগুলো আরো বেশি করে মানুষের কাছে যাক। আমাদের একটাই লক্ষ্য কৃষকের আয় কিভাবে বৃদ্ধি করা যাবে। এক্ষেত্রে আমরাও যেমন এই বিজনেস মিডিয়াকে সহযোগিতা করব তেমনই আশা করব এই বিজনেস মিডিয়াও কৃষি সম্প্রসারণ ও অগ্রগতির দিকগুলি সঠিকভাবে তুলে ধরবে। আপনাদেরকে ধন্যবাদ রইল আপনারা ভালো করে জয়যাত্রা শুরু করুন। আমরাও থাকব আপনাদের পাশে।