Prime
Daily
অলিম্পিক্সসের প্রস্তুতির জন্যে ১০ কোটি টাকা দেবে বিসিসিআই
By Business Prime News | June 21, 2021
Daily
শুরু হতে চলেছে টোকিয়ো অলিম্পিক্স। অলিম্পিক্সের মরশুমে কিভাবে প্রস্তুতি নেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন প্রতিযোগীরা। তবে সুখবর দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রীড়াবিদদের প্রচার এবং প্রশিক্ষন বাবদ ১০ কোটি টাকা সাহায্য করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড। গত রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২.৫ কোটি টাকা দেওয়া হবে ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্যে এবং ৭.৫ টাকা দেওয়া হবে বিপণন এবং বাণিজ্যিক প্রচারের জন্যে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে খুশির মেজাজ প্রতিযোগীদের মধ্যে। চিন্তার মেঘ সড়িয়ে সকলেই এখন জোড় কদমে প্রস্তুতি নিচ্ছেন।
ব্যুরো রিপোর্ট