Trending
সাতসকালে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের দুয়ারে আয়কর দফতরের আধিকারিকরা
বাড়ি, হাসপাতাল, গো-ডাউনে আয়কর আধিকারিকদের চিরুনি তল্লাশি
বিধায়কের বাড়ি, হাসপাতাল, গো-ডাউন একেবারে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী
বায়রন বিশ্বাসের সামশেরগঞ্জের বাড়িতে হানা দেয় আয়কর দফতর
আয়কর ফাঁকি দেবার অভিযোগ রয়েছে সাগরদিঘির বিধায়কের বিরুদ্ধে
আয়কর দফতরের অনেকদিনের নজরদারি ছিল বায়রন বিশ্বাসের উপরে
ব্যবসায়িক গতিবিধিতে বেনিয়ম অনেকদিন ধরেই লক্ষ্য রেখেছে আয়কর হানা
বেনিয়মের অভিযোগ রয়েছে এই নিয়ে আয়কর দফতরে পৌঁছেছিল একটি চিঠি
তার সূত্র ধরেই গোয়েন্দারা আরও তথ্য খোঁজার চেষ্টায় নেমে পড়েন
বায়রন বিশ্বাসের বিড়ির ব্যবসা রয়েছে, রয়েছে চা বাগানের ব্যবসা
এছাড়া স্বাস্থ্য পরিষেবাতেও বায়রন বিশ্বাস ভালো রকম ব্যবসা ছড়িয়ে দেন
নামি-বেনামি বায়রনের ২১টি কোম্পানির হদিশ পেয়েছেন তদন্তকারী দল
যার মধ্যে ১৭টি কোম্পানির কোন অস্তিত্ব পায় নি কেন্দ্রীয় সংস্থা
মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ পৌঁছে যান ১৩ জন আয়কর আধিকারিকদের একটা দল
সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সবমিলিয়ে সংখ্যা দাঁড়ায় ৩০-এ
একটি দল হাজির হয় বায়রনের সামশেরগঞ্জের বাড়ি, বাকি দুই দল হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে
এখন নতুন করে কী তথ্য তদন্তকারী দলের হাতে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের
আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ