Trending

ভারতে ব্যাটারি কারখানা গড়ে তুলতে আগ্রহী টেসলা। এই দেশে ব্যাটারি স্টোরেজ সিস্টেম তৈরি এবং বিক্রি করতে চায় তারা। সংস্থার তরফে এই ব্যাপারে কেন্দ্রের কাছে ইনসেন্টিভ চেয়ে ইতিমধ্যেই আবেদনও করা হয়েছে বলে জনৈক সংবাদ সংস্থা থেকে জানা গেছে।
বহুদিন ধরেই ভারতের বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে ইলন মাস্কের এই সংস্থা। এই দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য কারখানা খুলতে টেসলার প্রতিনিধিরা আলোচনা চালাচ্ছে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে। সম্প্রতি দিল্লীতে এক বৈঠকে ভারতের ব্যাটারি স্টোরেজ ক্ষমতা বাড়ানোয় সাহায্য করতে তাদের বিখ্যাত পাওয়ারওয়াল পদ্ধতি তৈরির প্রস্তাব দিয়েছে টেসলা। এই সিস্টেমে সোলার প্যানেল বা পাওয়ার গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ ভবিষ্যতের জন্য স্টোর করে রাখা যাবে যা পরবর্তীকালে প্রয়োজনে কাজে লাগানো যাবে। বিনিময়ে পাওয়ার স্টোরেজ ফ্যাক্ট্রির জন্য সরকারের কাছে তারা একাধিক সুবিধা ও আরথিক ছাড় চেয়েছে। এর উত্তরে সরকারের প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয়েছে যে এই ইনসেন্টিভ দেওয়ার মত কোন সংস্থান সরকারের নেই। তবে টেসলা যাতে এই কারখানা তৈরি করতে পারে সেই জন্য একটি বিজনেস মডেল তৈরি করতে সাহায্য করতে পারে কেন্দ্র সরকার। যারা এই ধরণের পণ্য কিনবে তারা যাতে দামের ওপর ভর্তুকি পায় সেই ব্যাবস্থাও করতে সম্মত কেন্দ্র।
ভারত সরকার এবং টেসলা উভয় পক্ষই এই প্রস্তাব নিয়ে আগ্রহী এবং বানিজ্য মন্ত্রকে এই বিষয় নিয়ে পর্যালোচনাও করা হবে তবে পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে বা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।