Daily
বারাসাত থেকে সাপুরজি যাতায়াত যেন তিতিবিরক্ত করে তুলেছিল নিত্যযাত্রীদের। একে তো যশোর রোডের ট্র্যাফিক, তার ওপর ডিরেক্ট কোন রুটো নেই। অফিস টাইমে এত ঝক্কি কার আর ভালো লাগে বলুন? তবু, মুখ বুজেই এতদিন ব্রেক জার্নি করে যাতায়াত করতেন তারা। কিন্তু এবার সেই দিন শেষ। নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই প্রথম বারাসাত থেকে সাপুরজিপর্যন্ত চালু হল ব্যাটারি চালিত বাস।
বারাসাত চাঁপাডালির তিতুমির বাস স্ট্যান্ড থেকে চালু হয় ইবি-১২ বাস রুট। চলবে সাপুরজিপর্যন্ত। গত সপ্তাহেই চালু হয় এই নতুন বাস রুট। সম্পূর্ণভাবে ব্যাটারি চালিত বাস হওয়ায় পরিবেশ দূষণের কোন বালাই নেই। যাত্রাপথে কোন কোন রুট কভার করছে বাসটি?
সকাল ৯.২০, ৯.৪০, ১০.২০ এবং ১০.৪০ মিনিটে বারাসাত থেকে ছাড়বে এই ব্যাটারি চালিত বাস। ন্যুনতম ভাড়া ২০ টাকা এবং ম্যাক্সিমাম ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে নিত্যযাত্রীদের সময় এবং চিন্তা দুইই কমবে এই বাসরুটের মাধ্যমে। আর এসি বাস হওয়ায় গরমকালে ক্লান্তিটাও কম হবে।
বাস রুটের প্রচার এখনও সেভাবে হয়ন্নিবলে যাত্রী সংখ্যা এখনও তুলনায় কম। তবে বারাসাত টু সেক্টর ফাইভের নিত্যযাত্রীদের একটা ভালো রকম ভিড় যে এই বাস কভার করবে, সে বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগণা