Prime
Daily
টানা ৭ দিনের লকডাউনের পথে ব্যারাকপুর
By Business Prime News | June 19, 2021
Daily
ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। এখনো সতর্ক হচ্ছেন না মানুষ। অগত্যা বাধ্য হয়েই আরও একবার লকডাউনের পথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর।
করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা। আর এই জেলার শুধুমাত্র ব্যারাকপুরের দৈনিক সংক্রমণের গ্রাফটা বেশ চওড়া। এলাকার বাজার গুলিতে মানুষের ঢল ঠেকানো যাচ্ছে না। বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন আগামী ২১ জুন থেকে ২৭ জুন , টানা এক সপ্তাহ লকডাউন ঘোষণা করে।
যেহেতু বাজার, দোকান সব বন্ধ থাকবে তাই ভ্যানে করে সবজি সরবরাহের কথা ভাবছে প্রশাসন। বাজার, শপিং মল বন্ধ রেখে সংক্রমণ শৃঙ্খল ভাঙার উদ্দেশ্যেই এই লকডাউন বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুর এলাকার মুখ্য প্রশাসক উত্তম দাস।
ব্যুরো রিপোর্ট