Jobs

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিয়োগ করা হচ্ছে প্রচুর ছেলেমেয়ে। নেওয়া হচ্ছে মূলত স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটেগরি-১, স্টাইপেন্ডারি ক্যাটেগরি-২ এবং টেকনিক্যাল অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এবং টেকনিশিয়ান পদে। নিয়োগ করা হবে ৪,৩৭৪ জনকে।
স্টাইপেন্ডারি-১ এর জন্য নেওয়া হবে কোন কোন পদে?
১। কেমিস্ট্রিঃ এখানে শূন্যপদ রয়েছে ১৬৯টি
২। কেমিক্যালঃ এখানে শূন্যপদ রয়েছে ১৭১টি
৩। মেকানিক্যালঃ এখানে শূন্যপদ রয়েছে ৩২৮টি
৪। ইলেকট্রিকালঃ এখানে শূন্যপদ রয়েছে ১৪৪টি
৫। ইলেকট্রনিক্সঃ এখানে শূন্যপদ রয়েছে ৯৮টি
৬। ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেনটেশনঃ এখানে শূন্যপদ রয়েছে ৫৯টি
৭। সিভিলঃ এখানে শূন্যপদ রয়েছে ৬২টি
৮। বায়োকেমিস্ট্রি/বায়োসায়েন্স/লাইফ সায়েন্স/বায়োলজিঃ এখানে শূন্যপদ রয়েছে ২১টি
৯। ফিজিক্সঃ এখানে শূন্যপদ রয়েছে ১১৭টি
১০। কম্পিউটার সায়েন্সঃ এখানে শূন্যপদ রয়েছে ২৫টি
১১। এগ্রিকালচারঃ এখানে শূন্যপদ রয়েছে ২টি
১২। হর্টিকালচারঃ এখানে শূন্যপদ রয়েছে ৬টি
১৩। মেটালার্জিঃ এখানে শূন্যপদ রয়েছে ৫টি
১৪। আর্কিটেকচারঃ এখানে শূন্যপদ রয়েছে ২টি
১৫। অটোমোবাইলঃ এখানে শূন্যপদ রয়েছে ৪টি
১৬। ইন্ডাস্ট্রিয়াল সেফটিঃ এখানে শূন্যপদ রয়েছে ৩টি
খেয়াল রাখবেন, স্টাইপেন্ডারি-১ এর ক্ষেত্রে বয়স থাকতে হবে ১৯ বছর থেকে ২৪ বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর পাওয়া যাবে মাসে ২৪ হাজার টাকা এবং দ্বিতীয় বছর পাওয়া যাবে ২৬ হাজার টাকা। মাধ্যমিক পাশ করতে তো হবেই। সঙ্গে ৩ বছরের বা উচ্চমাধ্যমিক পাশের পর ২ বছরের ডিপ্লোমা কোর্স বাধ্যতামূলক। মাইনে হবে ৪৪,৯০০ টাকা।
এবার আসা যাক স্টাইপেন্ড-২ ক্যাটেগরির ক্ষেত্রে। এখানে নেওয়া হবে কোন কোন শাখায়?
১। প্লান্ট অপারেটরঃ এখানে শূন্যপদ রয়েছে ৫৩২টি
২। রেফ্রিজারেশন এবং এ.সি মেকানিকঃ এখানে শূন্যপদ রয়েছে ৯৫টি
৩। ইলেকট্রিশিয়ানঃ এখানে শূন্যপদ রয়েছে ৩৯৯টি
৪। ইলেনট্রনিক মেকানিকঃ এখানে শূন্যপদ রয়েছে ২২৬টি
৫। টার্নার/ মেশিনিস্টঃ এখানে শূন্যপদ রয়েছে ২১৩টি
৬। ফিটারঃ এখানে শূন্যপদ রয়েছে ৬৯৮টি
৭। ওয়েল্ডারঃ এখানে শূন্যপদ রয়েছে ৯৯টি
৮। ড্রাফটসম্যান (মেকানিক্যাল)ঃ এখানে শূন্যপদ রয়েছে ৫২টি
৯। ড্রাফটসম্যান (সিভিল)ঃ এখানে শূন্যপদ রয়েছে ১৫টি
১০। ল্যাবরেটরিঃ এখানে শূন্যপদ রয়েছে ৩০৩টি
১১। মেকানিক মেশিন টুল মেনটেনেন্সঃ এখানে শূন্যপদ রয়েছে ১৮টি
১২। ইনস্ট্রুমেন্ট মেকানিকঃ এখানে শূন্যপদ রয়েছে ১৫২টি
১৩। ম্যাসনঃ এখানে শূন্যপদ রয়েছে ৩০টি
১৪। প্লাম্বারঃ এখানে শূন্যপদ রয়েছে ৪২টি
১৫। কারপেন্টারঃ এখানে শূন্যপদ রয়েছে ২৭টি
১৬। মেকানিক মোটর ভেহিক্যালঃ এখানে শূন্যপদ রয়েছে ২৪টি
১৭। ডিজেল মেকানিকঃ এখানে শূন্যপদ রয়েছে ১৯টি
১৮। ডেন্টাল টেকনিশিয়ান-হাইজেনিস্টঃ এখানে শূন্যপদ রয়েছে ১টি
১৯। ডেন্টাল টেকনিশিয়ান-মেকানিকঃ এখানে শূন্যপদ রয়েছে ১টি
স্টাইপেন্ডারি-২ এর ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর- ২০ হাজার টাকা এবং দ্বিতীয় বছর হবে ২২ হাজার টাকা। টেকনিশিয়ান সি-তে মাইনে হবে ২৫,৪০০ টাকা এবং টেকনিশিয়ান বি-তে মাইনে হবে ২১,৭০০ টাকা।
এছাড়াও নেওয়া হবে টেকনিক্যাল অফিসার সি পদে। একইসঙ্গে নেওয়া হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদের ক্ষেত্রেও।
২২/০৫/২০২৩ এর হিসাব করেই নির্ধারণ করা হবে বয়স। একইসঙ্গে নেওয়া হবে শরীরের মাপজোক। আবেদন জানানোর শেষ তারিখ ২২ মে। ওয়েবসাইট হলঃ https://barconlineexam.com , https://barc.gov.in , https://recruit.barc.gov.in
আবেদন জানানোর জন্য রাখতে হবে বৈধ ই-মেল আইডি। ক্যাটেগরি-১ এর ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ নেওয়া হবে ১৫০ টাকা। ক্যাটেগরি-২ এর ক্ষেত্রে টাকার অঙ্ক দাঁড়াবে ১১-তে, আর টেকনিক্যাল অফিসার হতে হলে প্রয়োজন ৫০০ টাকা। ফি-এর প্রয়োজন নেই মহিলা, প্রাক্তন সমরকর্মী, তপশিলি এবং প্রতিদ্বন্দ্বীদের। বিস্তারিত জানতে নজর রাখুন ওয়েবসাইটগুলোতে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ