Trending

সিনেমা জগতে হইচই ফেলে দিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বারবি। মুক্তি পাওয়ার এক সপ্তাহও পার হয়নি, এখনি এই ছবি থেকে লাভের অঙ্ক পৌঁছেছে প্রায় ৩০০০ কোটি টাকার বিশাল অঙ্কে।
কোন মাল্টিপ্লেক্সে যদি ছবিটি দেখতে যান তাহলে আপনার পকেট বেশ খানিকটা হালকা হবে। কারণ মাল্টিপ্লেক্সে টিকিটের মূল্য প্রায় ৩০০ টাকা, তারসঙ্গে যাতায়াত, ফুড কোর্টে খাওয়া সব মিলিয়ে বেশ বড়সড় খরচের ধাক্কা। এই এত খরচ করে ছবি দেখার ক্ষমতা তো অনেকেরই নেই। তারা কি করে ছবি টি দেখবেন? তাদের ভরসা টরেন্ট। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে গিয়ে এই ওয়েবসাইটে ফ্রী তে ছবি দেখার মত অসৎও আপনি নন। অথচ বারবি ছবি টি দেখার ইচ্ছেও আপানার প্রবল। অর্থাৎ আপনার ‘সাধ আছে কিন্তু সাধ্য নেই। আর ঠিক এই দুর্বল মুহূর্তে নেট সার্চ করতে করতে হটাত করে যদি একটা লিঙ্ক পান – ডাউনলোড বারবি মুভি ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে তো তখন হাতে স্বর্গ পেয়ে যাবার মত অবস্থা। আর এই দুর্বলতার ই সুযোগ নিচ্ছে সাইবার হ্যাকার রা। একবার এই লিঙ্কে ক্লিক করলেই আপনার সিস্টেম, কম্পিউটার,স্মার্ট ফোন সব কিছু চলে যাবে ওই হ্যাকারদের দখলে। তারপর আপনি স্পাইওয়্যার বা ম্যালয়্যার কোন ওয়্যারে যে আপনি আটকে যাবেন তা বোধ হয় ঈশ্বর ও জানেন না।
সারা পৃথিবী জুড়ে এমন সর্বনাশা কাণ্ডই ঘটছে বলে মনে করছে বিশ্ব বিখ্যাত সাইবার সিকিউরিটি ফার্ম ম্যাকাফি। সংস্থার চিফ টেকনোলজি অফিসার বলেছেন যে সাইবার ক্রিমিনালরা এই ধরনের হাইপের জন্য অপেক্ষা করে থাকে। কোন মুভি, কনসার্ট বা স্পোর্ট ইভেন্ট নিয়ে যখন খুব শোরগোল চলতে থাকে তখন সেই সংক্রান্ত ম্যালিশিয়াস লিঙ্ক পাঠিয়ে তারা ফাঁদ পাতে। আর এই প্রলোভনে পা না দিয়ে নিজেকে সরিয়ে রাখা খুব কঠিন। তবু এই ধরনের লিঙ্ক পেলে তা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্যই বলেছেন তিনি।
তিনি আরও বলেছেন ফাইল নেমে বারবি বলে কিছু থাকলে তা ফিশিং লিঙ্ক হওয়ার সম্ভাবনা ৯৯%। ইউজাররা তাতে ক্লিক করলেই একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে ইন্সটল হওয়ার অনুমতি চাইবে। আর সেটা ক্লিক করলেই তা থেকে ম্যালওয়্যার দল এসে আপনার সিস্টেমকে পুরোপুরি দখল করে নেবে।
পরিসংখ্যান অনুসারে, এই ম্যালওয়্যার হানার ঘটনায় ইউএসএ বিশ্বে এক নম্বরে থাকলেও খুব একটা পিছিয়ে নেই ভারত ও। তার স্থান রয়েছে তিন নম্বরে। তাই সাবধান না হলে কিন্তু সমূহ বিপদ। নেট দুনিয়ার এই ধরনের কোন প্রলোভনে পা না দেওয়াই শ্রেয়। না হলে কখন যে আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন তার টের ও পাবেন না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ