Trending

পরের হিতকর্ম যে করে থাকেন তিনিই পুরোহিত। ঈশ্বর সাধনা করা কখনও পেশা হতে পারেনা। বরং পৌরহিত্যকে যদি মনপ্রাণ দিয়ে সাধনা করা যায় তাহলে একজন পুরোহিত এগিয়ে যেতে পারেন অনেক দূর। অন্তত এমনটাই মনে করেন বারাসাত কলোনি মোড় সংলগ্ন হনুমান মন্দিরের পূজারী গোবিন্দ মুখার্জী। যিনি দুর্গাপুজো করতে পাড়ি দিতে চলেছেন সুদূর জার্মানিতে।
আগেও একবার ডাক পেয়েছিলেন মালয়েশিয়া থেকে। কিন্তু সেবার ব্যক্তিগত কারণের জন্য তাঁর বিদেশ সফর মুলতুবি রয়ে যায়। অবশেষে ডাক আসে জার্মানি থেকে। কিন্তু কিভাবে হল এই যোগাযোগ?
ক্লাস নাইন থেকেই পুজো করতে শুরু করেন গোবিন্দ বাবু। তারপর এত বছর ধরে তিনি নিষ্ঠা, অধ্যবসায় দিয়ে পুজো করে গিয়েছেন। বারাসাত ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় পুজো করেছেন তিনি। সেরা পুরোহিতের সম্মানও পেয়েছেন। বর্তমানে অধ্যাপনাও করেন। তাই সঠিক গাইডলাইন পেলে পৌরহিত্যের কারণে বিদেশ সফরও সম্ভব বলে মনে করেন তিনি।
আগামী ৯ অক্টোবর রওনা দিচ্ছেন বারাসাতের পূজারী গোবিন্দ মুখার্জী। জার্মানির ফ্রাঙ্কফুটের বিমানবন্দরে তিনি নামবেন। তারপর দশদিনের সফর সেরে ফিরে আসবেন বারাসাতে। তাঁর এই সফরে যেমন খুশি তাঁর আত্মীয় পরিবার, তেমনই উচ্ছ্বসিত গোটা বারাসাতের মানুষ। বর্তমানে তাঁর লক্ষ্য গোবিন্দবাবুর মত যাতে অন্যান্য পুরোহিতরাও বাইরে গিয়ে পুজোর কাজ পান সেই চেষ্টা চালিয়ে যাওয়ার।
সৌদীপ ভট্টাচার্য
উত্তর ২৪ পরগনা