Prime
Daily
যানজটের সমস্যা এড়াতে যানবাহনে নিষেধাজ্ঞা জারি করল বারাসাত প্রশাসন
By sanchitabpn21 | August 14, 2021
Daily
তীব্র যানজটের কারণে নিষেধাজ্ঞা জারি হল টোটো এবং অটো, ভ্যান, রিকশা চলাচলের উপর। আগামী ১৬ অগাস্ট থেকে এই নির্দেশ মানার জন্য বারাসাত প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়। আগামী সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
বারাসাতে দক্ষিণপাড়া মোড়, হরিতলা মোড়, স্টেশন রোড, কোর্ট চত্বর, জেলাশাসক দপ্তর এলাকা ও জেলা পুলিশ দপ্তর এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হল। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, উল্লিখিত সময়ে এই সকল এলাকার কোন দোকানের সামনে জিনিসপত্র লোডিং ও আনলোডিং পর্যন্ত করা যাবেনা। এমনকি পুলিশ প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাইকিং করে জানাল বারাসাত পুলিশ।
বিক্রম লাহা, উত্তর ২৪ পরগনা