Trending
বানের জলে ভাসে বরানগর। তাই জল যন্ত্রণা আজ বলে নয়, বহুদিনের সাক্ষী বরানগরবাসী। আর উপনির্বাচনের আগে আগেই সজল ঘোষ কি তাহলে বরানগরবাসীর পরিত্রাতা হয়ে উঠছেন? তৃণমূলের সঙ্গে বারবার বচসায় জড়াতে দেখেছে সজল ঘোষকে। প্রচারেও কোনরকম কমতি রাখছেন না তিনি। কয়েকদিন আগে যে তুমুল বৃষ্টি হল, তারপরেও কার্যত জমা জলে মাইক হাতে ঘুরে ঘুরে প্রচার সারছেন বিজেপি নেতা সজল ঘোষ।
(প্রচারের কিছু ভিডিও)
উল্টোদিকে অবশ্য সায়ন্তিকাকে সেভাবে প্রচারে দেখাই যাচ্ছে না। তাহলে কি বৃষ্টি বাদলের রাতে বরানগর চাইছে পাশে সজল ঘোষকেই? সাধারণ মানুষের সঙ্গে সজল ঘোষের সেই কথোপকথন আপনাদের সামনে।
সজল ঘোষ
বরানগরে এই জলযন্ত্রণার কারণ হিসেবে সজল ঘোষ শুধু তৃণমূলের দিকে আঙুল উঁচিয়েই ক্ষান্ত থাকেন নি। বৃষ্টি নামলেই যে বানভাসি বরানগরের ছবিটা আমরা দেখতে পাই, তার অন্যতম কারণ হিসেবে সিপিএমকে দুষেছেন তিনি। আবার একইসঙ্গে তৃণমূলের উপরেও দায় চাপাতে ভোলেন নি। তাই দুটো বছরের জন্য বরানগরের দুর্ভোগের ছবিটা একেবারে বদলে দিতে চাইছেন সজল ঘোষ। তবে সজল যেখানে, সেখানে বিতর্ক থাকেই। আমরা আগেও বারবার দেখেছি কিভাবে সজল ঘোষ বিরোধীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। কিন্তু দিনের শেষে নাকাল বরানগরবাসীর কাছে পরিত্রাতা হয়ে উঠতে চাইছেন তিনি। সেটা কি হবে? তার উত্তর দেবেন আপনারা বরানগরবাসী। যদি আমাদের এই প্রতিবেদন বরানগর থেকে কেউ দেখে থাকেন তাঁরা কমেন্টে জানাবেন, সজল ঘোষকে নিয়ে আপনারা কতটা আশাবাদী? সঙ্গে দেখতে থাকুন
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ