Daily

এ যেন প্রয়াণের মহামিছিল। গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে গোটা সঙ্গীত জগতে। ২৪ ঘণ্টার মধ্যে আবারো এক নক্ষত্রপতন। চলে গেলেন গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার মাঝরাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সত্তর, আশি দশকে গোটা ভারত মজেছিল বাপ্পি লাহিড়ীর সুরে। ডিস্কো ডান্সার, শরাবি, অমর সঙ্গীর মত একাধিক জনপ্রিয় সিনেমায় তিনি সুর দিয়েছিলেন। সুরকারের পাশাপাশি তিনি নিজেও বেশ কিছু গান গেয়েছেন। যা এখনও সমান তালে জনপ্রিয়তা কুড়িয়েছে। ১৯৫২ সালের জলপাইগুড়িতে জন্ম হয় বাপ্পি লাহিড়ীর। ছোটবেলা থেকেই শুরু হয় তাঁর সঙ্গীতের তালিম নেওয়া। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। জানা গিয়েছে, তিনি বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। চিরকালের মত থমকে গেল বাপ্পি লাহিড়ীর সঙ্গীত সফর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত।
ব্যুরো রিপোর্ট