Jobs

প্রফেসর ও অশিক্ষক পদে বিপুল কর্মী নিয়োগ করবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে।
প্রফেসর, অ্যাসিস্টেন প্রফেসর, লাইব্রেরিয়ান, অ্যাসোসিয়েট প্রফেসর সহ একাধিক পদে আবেদন করা যাবে। স্থায়ী পদে পূর্ণ সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষক পদের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৭ এবং অশিক্ষক কর্মীর জন্য বয়সের সময়সীমা ৪০ হওয়া আবশ্যক। আবেদন শুরু হয়েছে গত ১৫ই সেপ্টেম্বর এবং শেষ হবে আগামী ৫ই অক্টোবর।
আবেদনকারীর গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা জরুরি। এছাড়াও নেট/সেট/স্লেট পরীক্ষায় পাস হতে হবে। আবেদনকারীকে লাইব্রেরি সায়েন্স পাস করতে হবে।
আবেদন করা যাবে অফলাইনে। https://www.bankurauniv.ac.in/Upload/Files/57_RG15921.pdf লিংকে গিয়ে আবেদন সংক্রান্ত ফি এবং আবেদনের ঠিকানা ও বিস্তারিত জেনে নিতে পারেন।
ব্যুরো রিপোর্ট