Daily

সামনেই দুর্গাপুজো। সাজো সাজো রব কলকাতা সহ গোটা বঙ্গে। প্রবাসী বাঙালীরাই বা বাদ যাবেন কেন এই স্বাদ থেকে। সেদিকেও যে প্রস্তুতি তুঙ্গে। তাই সুদূর অস্ট্রেলিয়ার মণ্ডপ সাজবে বাঁকুড়ার পদ্মে। করোনা আবহে অর্ডার আসায় হাসি চওড়া হয়েছে বাঁকুড়ার চাষিদের মুখে।
লন্ডনের পর বাঁকুড়ার জঙ্গলমহলের পদ্মে সাজবে অস্ট্রেলিয়ার পুজো মণ্ডপ। পঞ্চমীর দিন সকালে বাঁকুড়ার জঙ্গলমহলের পুকুর থেকে তোলা হবে টাটকা পদ্ম। এরপর তা যাত্রীবাহী বিমানে করে উড়ে যাবে সুদূর অস্ট্রেলিয়া। এই পদ্মফুলের জন্য কলকাতার একটি রপ্তানিকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি পুজো উদ্যোক্তারা। বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের সঙ্গে কথাবার্তা বলে অ কলকাতার সংস্থার মধ্যস্থতায় বাঁকুড়ার সিমলাপাল এবং খাতড়া ব্লকের একাধিক চাষির উৎপাদিত পদ্ম অস্ট্রেলিয়ায় পাঠানো হবে বলে স্থির করা হয়।
তবে বাঁকুড়ার পদ্ম ফুলই কেন? ফুল ব্যবাসায়িরা বলছেন, বাঁকুড়ার এই পদ্ম ফুল পুকুর থেকে তোলার পরও বেশ কয়েকদিন একেবারে সতেজ থাকে। একেবারে জৈব উপায়ে চাষ করেন এই অঞ্চলের চাষিরা। আর দেশীয় বাজারে দাম না মিললেও বিদেশি বাজারে পদ্মের ভালই দাম রয়েছে। তাই এবার দেশের ফুলেই প্রবাসে হবে দেবীর আরাধনা।
ব্যুরো রিপোর্ট