Market

সতর্ক হন গ্রাহকরা। একাধিক ব্যাঙ্কের পরিষেবা মাশুল বৃদ্ধি পাচ্ছে। এসবিআই, আইডিবিআই, অ্যাক্সিস, সিন্ডিকেটের মত একাধিক ব্যাঙ্কে বেড়ে যাচ্ছে চেক বই, এসএমএস চার্জের মত একাধিক ব্যাঙ্কিং পরিষেবা। দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার থেকে এই ব্যাঙ্কের এটিএম এবং ব্রাঞ্চ থেকে মোট চারবার বিনা শুল্কে টাকা তোলা যাবে। তারপর টাকা তুলতে গেলে প্রতিবার গ্রাহককে ১৫ টাকা মাশুল গুনতে হবে। এছাড়াও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, বেসিক সেভিং অ্যাকাউন্টের চেকবই নিলে প্রথম ১০টি পাতা নিখরচায় পেয়ে যাবেন গ্রাহকেরা। তারপর প্রতি ১০ পাতার জন্য ৪০ টাকা, ২৫ পাতার জন্য ৭৫ টাকা অতিরিক্ত মাশুল দিতে হবে। তার সঙ্গে যোগ হবে জিএসটি।
এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে ১ জুলাই থেকে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত প্রতিটি এসএমএসের জন্য চার্জ করা হবে ২৫ পয়সা। আইডিবিআই ব্যাঙ্কও চেকবইয়ের জন্য চার্জ নিয়ে এসেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ২০ পাতা বিনামূল্যে পাওয়া গেলেও তারপর পাতা পিছু ৫ টাকা করে মাশুল গুনতে হবে। যদিও যে সকল গ্রাহকদের ‘সবকা সেভিংস’ অ্যাকাউন্ট রয়েছে তাঁরা অবশ্য এই অতিরিক্ত মাশুলের আওতায় পড়বেন না। এছাড়াও ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত এসএমএস প্রতি ধার্য করা হয়েছে ২৫ পয়সা।
ব্যুরো রিপোর্ট