Market

সম্প্রতি দুটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণ সংক্রান্ত একটি বিল আনতে চলেছে কেন্দ্র। সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে এক প্রতিবেদনে মঙ্গলবার সম্পূর্ণ ভিন্নমত প্রকাশ করলেন অর্থনীতিবিদদের একটি দল। আর তাই ধর্মঘটের পথে হাঁটল এআইবিওসি।
আগামী ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে সরকারের প্রস্তাবের বিরুদ্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিওসি। বেসরকারিকরণের অর্থ আসলে সাদা বাংলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রাইভেট কর্পোরেটদের কাছে বিক্রি করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। আর এই কর্পোরেটদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পাবলিক সেক্টর ব্যাঙ্কের থেকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়। সরকারি ব্যাঙ্কগুলি যেভাবে গ্রামীণ এলাকায় পৌঁছে ব্যাংকিং পরিষেবা প্রদান করে তা সত্যিই অতুলনীয়। তবে বেসরকারিকরণ হয়ে গেলে এই পরিষেবা পাওয়া আদৌ সেই সুবিধে পাওয়া যাবে কি না সেটা নিয়ে উঠছে প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট