Market
বি পি এন ডেস্ক: দীর্ঘমেয়াদি আন্দোলনের ব্লু প্রিন্ট তৈরি। এবার কেন্দ্রীয় সরকারের ওপর আরও চাপ বাড়াতে চলেছে ব্যাঙ্ক সংগঠনগুলি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে আগেই দু’দিনের ধর্মঘট ডেকে টনক নড়াবার চেষ্টা করেছিলেন ব্যাঙ্ক কর্মী এবং অফিসারেরা। কিন্তু কেন্দ্র সেই ধর্মঘটকে খুব একটা পাত্তা দেয় নি বলে এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাঁরা। কৃষক আন্দোলনের অনুকরণেই ব্যাঙ্ক ইউনিয়নগুলি বড়সড় প্রতিবাদের রাস্তায় হাঁটবে।
সোমবার কলকাতায় ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের বৈঠকে সেই খসড়াই তৈরি হয়ে গেল। বৈঠকে একমাত্র অনুপস্থিত ছিল ভারতীয় মজদুর সংঘ। ব্যাঙ্ক ইউনিয়নগুলির কেন্দ্রীয় নেতারা বৈঠকে আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাথা থেকে মোদী সরকার যদি হাত সরিয়ে নেয়, তাহলে লাগাতার ধর্মঘটের পথেই যেতে হবে তাঁদের। এর ফলে চরম দুর্ভোগে পড়তে হতে পারে কোটি কোটি গ্রাহকদের। তাই শুরুতে একটানা ধর্মঘট না করে আগে বিভিন্ন উপায়ে প্রতিবাদ জানাবেন তাঁরা। প্রথমে একাধিক, তারপর চারদিন। কিন্তু তারপরেও যদি কেন্দ্র সেই একই জেদ ধরে বসে থাকে তাহলে টানা ধর্মঘট করা ছাড়া আর কোন উপায় ব্যাঙ্ক কর্মীদের কাছে নেই। তার জন্য আমজনতা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল বা অন্যান্য শিল্পের ইউনিয়নদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করা হবে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ব্যাঙ্ক ইউনিয়নগুলির কড়া পদক্ষেপ এবং এতো মানুষের পাশে থাকার বার্তা এসে পৌঁছলে বিরোধিতার স্বরকে উপেক্ষা করবে কি করে কেন্দ্র? সেক্ষেত্রে কি সুর নরম হবে? উত্তর তোলা থাক আগামীর জন্য।