Market
বি পি এন ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেবার পরেই দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে মোদী সরকারের বিরুদ্ধে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি আজ, সোমবার এবং আগামীকাল, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের পথে হাঁটছে। একই পথে হাঁটতে চলেছে বিমা সংস্থার কর্মীরাও। বুধবার কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরোধিতা করে ধর্মঘট ডেকেছে সাধারণ বিমা শিল্প। এবং বৃহস্পতিবার ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদ জানাবেন জীবন বিমা নিগমের অফিসার থেকে কর্মীরা। যার ফলে সপ্তাহের প্রথম চারদিনেই কার্যত থমকে যাবে দেশজুড়ে চলা আর্থিক কর্মকাণ্ড। ইতিমধ্যেই ব্যাঙ্ক এবং বিমা শিল্পে ধর্মঘটের সমর্থন জানাতে এগিয়ে আসার কথা জানিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
পুঁজিভরাবারজন্যমোদীসরকারএবছরেরবাজেটেইঘোষণাকরেদিয়েছিলকমিয়েআনাহবেরাষ্ট্রায়ত্তসংস্থা।বেসরকারিকরেদেওয়াহবেদুটিরাষ্ট্রায়ত্তব্যাঙ্কএবংবিমাসংস্থাকে।পাশাপাশিজানানোহয়জীবনবিমারশেয়ারেরএকাংশবাজারেবিক্রিকরেদেওয়াহবে।এইঘোষণারপরেইধর্মঘটেযাবারসিদ্ধান্তনেনসংস্থারকর্মীরা।কেন্দ্রীয়সরকারকেহুঁশিয়ারিদেওয়াহয়জাতীয়সম্পত্তিরবেসরকারিকরণহলেসিংঘুবর্ডারেপ্রতিবাদজানানোকৃষকদেরপথইগ্রহণকরবেনতাঁরা।টনকনানড়লেবৃহত্তরআন্দোলনেরপথেযাবেনপ্রতিষ্ঠানেরকর্মীরা।
সরকারের হাত থাকার জন্য আমআদমির টাকা রাখার বড় ভরসার জায়গা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো। ব্যাঙ্ক বেসরকারি হাতে চলে গেলে সেই ভরসার জায়গাটা তো উধাও হবেই, একইসঙ্গে গ্রাহকদের আর্থিক নিরাপত্তাও পড়বে ঘোর অনিশ্চয়তার মুখে। তাই ধর্মঘটের কারণে মোদী সরকার নিজের জায়গা থেকে সরবে কিনা, তার দিকেই তাকিয়ে রয়েছেন দেশবাসী।।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের সঙ্গে বনগাঁ থেকে দেবস্মিতা মণ্ডলের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ