Market
সংক্রমণে রাশ টানতে জরুরি পরিষেবা বাদে তালাবন্দি সবই। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য লক ডাউনে যাওয়ার পর ক্রমশই কমছে দৈনিক সংক্রমণ। তবে জনজীবনে যাতে প্রভাব না পড়ে তাই বাজার থেকে ব্যাঙ্ক খোলা রাখা হয়েছে নির্দিষ্ট সময়সীমা মেনে। ব্যাঙ্কিং পরিষেবা চালু রয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন- আদৌ কি ব্যাঙ্ক সপ্তাহে ৬ দিনই খোলা থাকবে? নাকি ব্যাঙ্ক বন্ধ থাকবে শনি, রবিবার? সাধারণ মানুষের জিজ্ঞাসা মেটাতে এগিয়ে এল স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি।
সম্প্রতি তারা জানিয়েছে, রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবায় কোন বদল হবে না। মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার যেমন ব্যাঙ্ক বন্ধ থাকে, তেমনই বন্ধ থাকবে। পরিবর্তে মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার খোলা থাকছে ব্যাঙ্ক। নির্দিষ্ট নিয়ম মেনেই চলবে পরিষেবা। তবে সময়সূচী মেনে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মীদের স্বার্থে টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু ব্যাঙ্ক কর্মীদের দাবি, পরিষেবা ঠিক রাখতে কর্মীদের অফিসে আসা এক বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। কারণ পরিবহন বন্ধ থাকায় অনেক কর্মীদেরই অফিসে পৌঁছতে রীতিমত সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই রেল সুবিধার আর্জি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে রেল দফতরে। যেখানে বলা হয়েছে, ব্যাঙ্কের কর্মচারীদের জন্য স্টাফ রেল চালু করলে সেক্ষেত্রে অফিসে আসতে কোন ঝামেলা পোহাতে হবে না কর্মীদের। ফলে, সাধারণ মানুষের পরিষেবা পেতেও কোন অসুবিধা হবে না।
ব্যুরো রিপোর্ট