Jobs

৩৭৬ টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক অফ বরোদা। রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে ব্যাংক। আবেদন করতে পারেন আপনিও। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.bankofbaroda.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে ৩২৬টি শূন্যপদ এবং ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার পদে ৫০টি শূন্যপদ রয়েছে বলে সংস্থা তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ করলেই এই ক্ষেত্রে আবেদন করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়সের সময়সীমা ২৩ থেকে ৩৫ এর মধ্যে হওয়া জরুরি।
কিভাবে নির্বাচন করা হবে? ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের অথবা অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন করা হতে পারে। এক্ষেত্রে স্নাতকের প্রাপ্ত নম্বরও নির্বাচনের মাপকাঠি হতে পারে।
ব্যুরো রিপোর্ট