Market
প্রতিদিনই অগুনতি মানুষের সংস্পর্শে আসতে হয় তাঁদের। দেশের যা পরিস্থিতি তাতে এঁদের মাথাতেও ঝুলছে সংক্রমিত হবার খাঁড়া। তাই প্রয়োজন টিকাকরণের। ব্যাঙ্ক এবং বিমা কর্মীদের ভ্যাকসিন দেবার জন্য এবার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
দেশের যারা প্রথম সারির করোনা যোদ্ধা, তাঁদের জন্য টিকাকরণ প্রক্রিয়া চালু হলেও ব্যাঙ্ক এবং বিমা কর্মীদের কথা এখনও পর্যন্ত টিকাদানের ক্ষেত্রে উঠে আসেনি। শেষমেশ শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি দিলেন অর্থনৈতিক বিষয়ক দফতরের সচিব দেবাশিস পাণ্ডা। জানালেন, ব্যাঙ্ক, বিমা এবং পেটিএম সার্ভিসের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীকে জরুরি ভিত্তিতে টিকাদানের প্রয়োজন। টিকা নিলে কমে আসবে আক্রান্ত হবার সম্ভাবনা।
এটা ঠিক যে এই কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতিদিনই বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে হয়। এখন চারপাশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিকাদানের প্রয়োজনীয়তা থেকে যাচ্ছেই। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকল কর্মীরা।
ব্যুরো রিপোর্ট