Market

টিকাকরণে ব্যাঙ্ক কর্মীরা অগ্রাধিকারের তালিকায় নেই। ক্ষোভ প্রকাশ করল ইউনিয়নগুলি।
দিনের পর দিন অত্যাবশ্যক পরিষেবা দিয়ে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা। ঝুঁকিপূর্ণ কাজের মধ্যেই রয়েছে অনিশ্চয়তার ইঙ্গিত।
জীবন রক্ষার জন্য প্রয়োজন বেড়েছে প্রতিষেধকের।
ব্যাঙ্ক কর্মীদের মধ্যে অনেকের শরীরেই থাবা বসিয়েছে করোনা। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। তবু হেলদোল নেই প্রশাসনের। ভ্যাকসিনেশনের যে নির্দেশ রাজ্য জারি করেছে সেখানে সাংবাদিক, হকার, আইনজীবি, অত্যাবশ্যক পণ্যের ডিলার এবং কর্মী, যৌনকর্মীর মত দশটি ক্ষেত্রের। কিন্তু ব্রাত্য রইলেন ব্যাঙ্ক কর্মীরা।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং আইবকের দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হোক প্রতিষেধক।
ব্যাঙ্কের মত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখতে গেলে সমস্যা তৈরি হয় লকডাউনে। গত বছরের মত যাওয়া আসা করতে গিয়ে নাজেহাল হতে পারেন ব্যাঙ্ক কর্মীরা। সেদিকেও সরকারকে নজর দেবার আর্জি জানান হয়েছে।
ব্যুরো রিপোর্ট