Market

বড়সড় আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত তিনজনেই। দেশ ছেড়ে তাঁরা আজ বিদেশে। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত থেকে কেউ পাচ্ছেন না নিষ্কৃতি। বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোক্সীর শেয়ার বিক্রি করল ব্যাঙ্কগুলির কনসর্টিয়াম। পরিবর্তে ঘরে তুলল কয়েক হাজার কোটি টাকা। শুক্রবার ইডির তরফ থেকে এই খবরই প্রকাশিত হয়েছে।
জানানো হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী বিক্রি করা হয়েছে শেয়ার। স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন কনসর্টিয়াম তিনজনের শেয়ার বিক্রি করে ঘরে তুলেছে ১৩,১০৯ কোটি টাকা।
উল্লেখ্য, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার পর এই তিনজনের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এর আগে অবশ্য স্টেট ব্যাঙ্ক ঘরে তুলেছিল ৭,১৮১ কোটি টাকা। এছাড়াও ইডি ব্যাঙ্কের হাতে তুলে দিয়েছিল ৩,৭২৮ কোটি টাকার সম্পত্তি। যার মধ্যে শেয়ার বিক্রি করে পাওয়া গিয়েছে ২,৬৪৪ কোটি টাকা,ডিমান্ড ড্রাফ্ট ৬৪ কোটি টাকা, স্থাবর সম্পত্তি ২৯.৫৭ কোটি টাকা।
ব্যুরো রিপোর্ট