Daily

অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হল সংসদের শীতকালীন অধিবেশন। ফলে ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য জরুরি সংশোধনী বিল পেশ করা গেল না। তবে সূত্রের খবর, অধ্যাদেশ জারি করে ওই দুই সিদ্ধান্ত কার্যকরের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। আর সেই সম্ভাবনা আঁচ করেই ব্যাঙ্কিং শিল্পের বিভিন্ন ইউনিয়নগুলির আন্দোলনে ভাঁটা পড়বে না।
গত বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, চলতি অর্থবর্ষে বেসরকারিকরণ হবে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। যার জেরে দেশ জুড়ে আন্দোলন শুরু করে ইউনিয়নগুলি। সম্প্রতি দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট করেছে তারা। শেষমেষ আলোচনাসূচিতে থাকলেও বিলটি পেশ করা যায়নি। কিন্তু ওয়াকিবহাল মহলের আশঙ্কা, সংসদকে এড়িয়ে সেই সিদ্ধান্ত কার্যকর করতে অধ্যাদেশ জারি করতে পারে কেন্দ্র।
ব্যাঙ্কিং শিল্পের ন’টি ইউনিয়ন জানিয়েছেন, কৃষি আইন প্রত্যাহারের মতো যত দিন না কেন্দ্র ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করছে, তত দিন আন্দোলন জারি থাকবে।