Trending

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেননা এরকম কেউ হয়তো হাতেগোনা কয়েকজন। পেমেন্টের সুবিধা অনেক আগেই শুরু হয়েছিল এই সোশ্যাল মাধ্যমে। এবার থেকে হোয়াটসঅ্যাপেই দ্রুত দেখা যাবে টাকা লেনদেনের পর অ্যাকাউন্ট ব্যালেন্স। তবে হোয়াটসঅ্যাপের পেমেন্টের জন্য আপনাকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) অ্যাক্সেসের এর পাশাপাশি চালু রাখতে হবে ব্যাঙ্কের থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার ।
সহজে লেনদেনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সনাক্ত করতে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ । এরপর আপনাকে অবশ্যই আপনার ৪ বা ৬ সংখ্যার UPI পিন দিতে হবে যেকোনো লেনদেন করার আগে । WhatsApp-এ নতুন UPI পিন তৈরি করতে হবে না যদি ইতিমধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটি পিন থাকে তবে।
আসুন দেখে নেওয়া যাক কি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউণ্ট ব্যালেন্স চেক করবেনঃ
প্রথমে হোয়াটসঅ্য়াপ ওপেন করুন। এরপর আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে মোর অপশনে ট্যাপ করুন। যদি আপনার আইফোন থাকে তাহলে সেটিংসে যান। এখান থেকে পেমেন্টে অপশনে ক্লিক করুন। পেমেন্ট পদ্ধতির অধীনে প্রাসঙ্গিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর আপনাকে ‘ ভিউ অ্যাকাউণ্ট ব্যালেন্স ’ এ ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার UPI পিন লিখুন। এবং এরপরেই আপনি অ্যাকাউণ্ট ব্যালেন্স দেখতে পাবেন।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ