Bangladesh
বাংলাদেশের কাছে বৈদেশিক মুদ্রা আমদানির অন্যতম একটি গেটওয়ে হল পোশাক রপ্তানি। বাংলাদেশের মোট জিডিপি এর ২৮ শতাংশই আসে এই পোশাক শিল্পের হাত ধরে। বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার বলতে গেলে আমেরিকা এবং ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। কিন্তু বর্তমানে করোনা মহামারি এবং ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের ফলস্বরূপ, দেশগুলোতে মূল্যস্ফীতির চাপে পড়েছেন ভোক্তারা। ফলে প্রভাব পড়েছে পোশাক কেনাবেচায়।
গত অর্থবর্ষে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের পোশাক রপ্তানিতে। নতুন ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ৩৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধি মাত্র ১৬ শতাংশ। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা মনে করেছিল জুলাইয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ায় পরের মাসগুলোতেও ধারাবাহিকভাবে কমতে থাকবে প্রবৃদ্ধি। কিন্তু আগস্টে রপ্তানি কমেনি সেভাবে।
বিজিএমইএ-এর তথ্য বলছে, গত বছরের আগস্টের প্রথম ২৪ দিনে ১৮১ কোটি ৪৬ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। এই বছর একই সময়ে সেই পরিসংখ্যান ৫১ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ কোটি ৩৮ লাখে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ফের হাল ফিরছে দেশের পোশাক শিল্পের।
সূত্র মারফৎ জানা গিয়েছে, রাজনৈতিক অস্থিরতা কারণে বিভিন্ন দেশের ক্রেতাপ্রতিষ্ঠানই তাদের ব্যবসার উল্লেখযোগ্য অংশ চিন থেকে সরিয়ে আনতে চাইছে। এ ক্ষেত্রে সবারই প্রথম পছন্দ বাংলাদেশ। একাধিক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়াবে, সেই ইঙ্গিত দিয়েছে। কাজেই বাংলাদেশের কাছে সুখবর এটাই যে পোশাক খাতের হাত ধরে খুব শীঘ্রই আবার হাল ফিরতে পারে বাংলাদেশের অর্থনীতির।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ