Daily

৪৮ বিলিয়ন ডলারে পৌঁছে রেকর্ড গড়লো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিসার্ভ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪ লাখ ৮ হাজার ৩৬৫ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এযাবৎ এটাই সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। কাজেই এখন থেকে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যে মসৃণ খাতে বইবে তা বলাই যায়।
করোনা আবহে বিশ্ব অর্থনীতির বিপর্যস্ত পরিস্থিতিতে বাংলাদেশের রিজার্ভের এই রেকর্ড নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক, বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্যের ক্ষেত্রে। কারণ, বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বৃদ্ধি মনে আখেরে দেশের অর্থনীতি শক্তিশালী হওয়া। আন্তর্জাতিক মানদণ্ড বলছে, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। এক্ষেত্রে বাংলাদেশের কাছে রিজার্ভের যা পরিমান, তাতে আগেই ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, বাংলাদেশের পক্ষে। অর্থাৎ, কোনো কারণে দেশের অর্থনীতি সংকটে পড়লে এই রিজার্ভ অর্থনীতির গতি ধরে রাখতে সাহায্য করবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এদিন আরও জানান যে, রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে। এ ছাড়াও আইএমএফের ১.৪৫ বিলিয়ন ডলারের ঋণ সাহায্য আসায় বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড তৈরি করেছে। এই অর্থ প্রতিবছর বিভিন্ন দেশের বন্ড ও বিলে বিনিয়োগ করা হয়। প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ কেনাবেচা করে বাংলাদেশ।
ব্যুরো রিপোর্ট