Market
অতিমারি পরবর্তী অবস্থায় বাংলাদেশের সার্বিক উন্নয়নের চাকা কিছুটা হলেও ধাক্কা খায়। ধাক্কা খায় বাংলাদেশের সামগ্রিক পরিকাঠামো। আর যে কারণে বাংলাদেশকে পুরোপুরিভাবে ঘুরে দাঁড় করানোর জন্য উঠেপড়ে লাগে হাসিনা সরকার। সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে এবার। বাংলাদেশের পাশে দাঁড়াল বিশ্ব ব্যাঙ্ক। বিপুল অঙ্কের ঋণ দিতে চলেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। অঙ্কটা কত জানেন?
বাংলাদেশকে বিশ্ব ব্যাঙ্ক ঋণ দিতে চলেছে ৩০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮৫৪ কোটি ৮০ লক্ষ টাকা। এই অঙ্কটা দাঁড়িয়েছে যখন ডলার প্রতি বাংলাদেশি টাকার ভ্যালু রয়েছে ৯৫.১৬ টাকা। জানা গিয়েছে, এই বিপুল অঙ্কের ঋণ চুক্তি করা হয়েছে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায়। প্রকল্প বাস্তবায়ন করার জন্য মেয়াদ রাখা হয়েছে ৫ বছর। মানে, ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে হাসিনা সরকারকে। আর ঋণ পরিশোধ করতে হবে ৩০ বছরের মধ্যে। এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য কি?
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নগরকেন্দ্রিক স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম করে তোলা, একইসঙ্গে জল সরবরাহ, বর্জ্যের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সহ টিকাদানের মতন বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগণের কাছে হাজির হওয়া। এই সবগুলো রয়েছে প্রকল্প বাস্তবায়নের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে ক্রমশই হাসিনা সরকারের ঘাড়ের ওপর বাড়ছে ঋণের বোঝা। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের পকেটে পড়ছে টান। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর জন্য ফের বিপুল অঙ্কের ঋণ নিল হাসিনা সরকার। যা সংশয়ের পারদ চড়িয়ে দিল অনেকটাই। এখন কিভাবে এই বিপুল ঋণের বোঝা ঘাড় থেকে নামানোর ব্যপারে বাংলাদেশ উদ্যোগী হয়, সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ