Daily

বৈদেশিক মুদ্রা আয়ের তালিকায় সপ্তমে বাংলাদেশ। যদিও শীর্ষে রয়েছে ভারত। এসেছে ৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স। করোনা অতিমারির মধ্যেও রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রায় ভাঁড়ার ভরিয়েছে দেশটি। ২০২০ সালে করোনার আবহের মধ্যে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার বা রেমিট্যান্সের পরিমাণ ২২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য হিসেব করলে দাঁড়াবে প্রায় ১ লাখ ৮৭ হাজার কোটি টাকায়।
বাংলাদেশে করোনার প্রকোপ শুরুর হওয়ার পর রেমিট্যান্স আসার ব্যাপারে প্রনদনা ২% বাড়ানোর ইতিবাচক প্রভাব মিলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত বছরের মাঝামাঝি সময়ে দেশে বড় আকারের বন্যার প্রভাবে সেদেশের প্রবাসী নাগরিকরা বেশি হারে রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশে। বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার জন্য প্রবাসে যাওয়া দেশবাসীর সংখ্যা ৭ থেকে ৮ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ২ লক্ষতে। উপরন্তু দেশে ফিরে এসেছেন প্রায় ৬৭% প্রবাসী শ্রমিক। এদের মধ্যে নিজেদের স্থাবর- অস্থাবর সম্পত্তি ফেলে রেখেই দেশে ফিরেছে অন্ততপক্ষে ৬২% শ্রমিক, বলছে বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর ভঙ্গুর দশার জন্য প্রাণ হারিয়েছেন প্রচুর নাগরিক। ক্ষতিগ্রস্থ হয়েছেন বহু দরিদ্র পরিবার। কিন্তু এই রেমিট্যান্স দরিদ্রসহ বহু পরিবারকে টিকে থাকতে সহায়তা করেছে।
২০২০ সালের হিসেবে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৮.৪% বেশি। তবে বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস বলছে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। ফলে গোটা বিশ্ব জুড়ে বাড়তে পারে রেমিট্যান্স এর হার। রেমিট্যান্স প্রায় ২.৬% বেড়ে ছুঁতে পারে ৫৫৩ এর গণ্ডি। যা গোটা বিশ্বের কাছে ইতিবাচক সংকেত তো অবশ্যই।
ব্যুরো রিপোর্ট