Daily

করোনা যুদ্ধে ভারত জয়ী হবেই। সঙ্গে রয়েছে বাংলাদেশ। আর এই আত্মবিশ্বাস নিয়েই ভারতকে সম্পূর্ণভাবে সাহায্য করতে বদ্ধপরিকর প্রতিবেশী দেশটি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ভারতে আজ ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে হাসিনা সরকার।
করোনা অতিমারিতে একরকম বিধ্বস্ত হয়ে পড়েছে ভারত। দ্বিতীয় ঝড়ের দাপট সামলাতে নাজেহাল অবস্থা কেন্দ্রীয় সরকারের। ওষুধ থেকে হাসপাতালের বেড, মেডিক্যাল সরঞ্জাম সব কিছুরই যেন প্রবল ঘাটতি দেখা যাচ্ছে। ভারতের এই দুর্দশার ছবি দেখে ইতিমধ্যেই সাহায্যের জন্য এগিয়ে এসেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, দুবাইয়ের মত একাধিক দেশ। এবার সেই সারিতেই নাম উঠল বাংলাদেশের।
জানা গিয়েছে, করোনা মোকাবিলায় ভারতকে জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করতে চলেছে হাসিনা প্রশাসন। ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরালের পাশাপাশি ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং প্রয়োজনীয় ট্যাবলেটও। করোনায় আক্রান্ত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এখন তাদের লক্ষ্য একসঙ্গে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করা।
ব্যুরো রিপোর্ট